Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ই-সিম কী এবং ই-সিম ব্যবহারের সুবিধা কী?
ই-সিম : ই-সিমের পূর্ণরূপ হলো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। মুঠোফোনে সচরাচর যে প্লাস্টিকের সিম কার্ড ব্যবহার করা হয়, তা খুব সহজেই খোলা ও পরিবর্তন করা যায়। কিন্তু ই-সিম ছোট আকৃতির এমন চিপ, যা মাদারবোর্ডে সরাসরি যুক্ত থাকে। যা সাধারণ সিম কার্ডের মতো নেটওয়ার্ক সরবরাহকারী কোম্পানির সঙ্গে যুক্Read more
ই-সিম : ই-সিমের পূর্ণরূপ হলো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। মুঠোফোনে সচরাচর যে প্লাস্টিকের সিম কার্ড ব্যবহার করা হয়, তা খুব সহজেই খোলা ও পরিবর্তন করা যায়। কিন্তু ই-সিম ছোট আকৃতির এমন চিপ, যা মাদারবোর্ডে সরাসরি যুক্ত থাকে। যা সাধারণ সিম কার্ডের মতো নেটওয়ার্ক সরবরাহকারী কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারে ।
ই-সিমের সুবিধা : এটি সুবিধামতো সাজিয়ে নেওয়া যায়। অর্থাৎ আলাদা সংযোগদাতার জন্য আলাদা সিম কার্ডের প্রয়োজন নেই। প্রয়োজনমতো বিভিন্ন কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। খুব সহজেই ব্যবহার করা থেকে দূরেও থাকা যাবে। তা ছাড়া ফোনের নকশায় ই-সিমের জন্য পরিবর্তন আনা যাবে। সিম কার্ডের জন্য যে বাড়তি জায়গা প্রয়োজন ছিল, তা এখন অন্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে। যাঁরা প্রতিনিয়ত ভ্রমণ করেন, তাঁদের এ ক্ষেত্রে সিম কার্ড নিয়ে চিন্তা করতে হবে না।
See lessনেট জিরো বলতে কী বোঝায় ?
নেট জিরো বলতে মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাসের পরিমাণ এবং বায়ুমণ্ডল থেকে কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর ভারসাম্যকে বোঝায়। যেসব যানবাহন ও কলকারখানা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করে চলে, সেগুলোকে শূন্যে নামিয়ে আনতে হবে এবং অবশিষ্ট গ্রিনহাউস গ্যাসকে সমপরিমাণ কার্বন নিঃসরণের মাধ্যমে কমিয়ে ফেলতে হবে। প্যারRead more
নেট জিরো বলতে মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাসের পরিমাণ এবং বায়ুমণ্ডল থেকে কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর ভারসাম্যকে বোঝায়। যেসব যানবাহন ও কলকারখানা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করে চলে, সেগুলোকে শূন্যে নামিয়ে আনতে হবে এবং অবশিষ্ট গ্রিনহাউস গ্যাসকে সমপরিমাণ কার্বন নিঃসরণের মাধ্যমে কমিয়ে ফেলতে হবে।
প্যারিস চুক্তির অধীনে দেশগুলো দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে উষ্ণায়ন সীমিত করতে সম্মত হয়েছে। এরই প্রেক্ষাপটে নেট জিরো শব্দটির আগমন। প্যারিস চুক্তির তাপমাত্রার লক্ষ্য পূরণের জন্য ২০৭০ থেকে ২১০০ সালের মধ্যে দেশগুলোকে নেট জিরো নিঃসরণের মধ্যে পৌঁছাতে হবে।
See lessCAMELS Rating বলতে কী বোঝায়?
CAMELS রেটিং সিস্টেম হলো একটি আন্তর্জাতিক স্বীকৃত মানদণ্ড, যা ব্যবহার করে একটি ব্যাংকের সার্বিক অবস্থা মূল্যায়ন করা হয়। ক্যামেলস রেটিং সিস্টেম যুক্তরাষ্ট্রের তৈরি বা বিকশিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেটিং সিস্টেম। এটি ব্যবহার করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শক্তি ও দুর্বলতা নির্ধারণ করা যায়। কRead more
CAMELS রেটিং সিস্টেম হলো একটি আন্তর্জাতিক স্বীকৃত মানদণ্ড, যা ব্যবহার করে একটি ব্যাংকের সার্বিক অবস্থা মূল্যায়ন করা হয়। ক্যামেলস রেটিং সিস্টেম যুক্তরাষ্ট্রের তৈরি বা বিকশিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেটিং সিস্টেম।
এটি ব্যবহার করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শক্তি ও দুর্বলতা নির্ধারণ করা যায়। ক্যামেলস রেটিংয়ের ক্ষেত্রে ছয়টি ফ্যাক্টরের ওপর ভিত্তি করে রেটিং দেওয়া হয়। একটি দেশের ব্যাংকের তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ (বাংলাদেশ ব্যাংক) দ্বারা ব্যাংকের আর্থিক বিবরণের সাহায্যে ব্যাংকের ঝুঁকির মাত্রা পরিমাপের জন্য ক্যামেলস রেটিং সিস্টেম ব্যবহার করা হয়।
ক্যামেলস (CAMELS) রেটিং হলো Capital adequacy, Assets, Management capability, Earnings, Liquidity, Sensitivity to Market-এর প্রথম অক্ষরগুলোর সমন্বয়ে গঠিত একটি সংক্ষিপ্ত রূপ।
See lessজাতীয় সংসদে হুইপ ও চিফ হুইপ কে বা কারা হন এবং তাঁদের কাজ কী?
চিফ হুইপ বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য, যিনি সাধারণত ক্ষমতাসীন বা শাসক দলের হয়ে থাকেন। চিফ হুইপের দায়িত্ব হলো সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা। বিস্তারিত বলতে গেলে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমঝোতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং নিজ নিজ দলের স্বার্থ সংরক্ষণ করার উদ্দেশ্যে উভয় দল থেকে হুইপ পRead more
চিফ হুইপ বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য, যিনি সাধারণত ক্ষমতাসীন বা শাসক দলের হয়ে থাকেন। চিফ হুইপের দায়িত্ব হলো সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা। বিস্তারিত বলতে গেলে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমঝোতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং নিজ নিজ দলের স্বার্থ সংরক্ষণ করার উদ্দেশ্যে উভয় দল থেকে হুইপ পদে দলীয় সংসদ সদস্যদের নিয়োগ করা হয়।
সরকারি ও বিরোধী —উভয় দলেই একজন করে চিফ হুইপ থাকেন। তাঁদের সহায়তা করার জন্য আরও কয়েকজন হুইপ থাকেন। চিফ হুইপ বা হুইপরা এই পদের জন্য আলাদা কোনো সম্মানী পান না। সংসদে হুইপদের পদ অত্যন্ত ব্যস্ততাপূর্ণ।
নিজ নিজ দলের পক্ষে ভোট দিতে সদস্যদের উদ্বুদ্ধ করা, দলীয় সদস্যদের প্রয়োজনীয় দলিল, কাগজ ও তথ্য সরবরাহ করা, সংসদে সংঘটিত ঘটনাবলি সম্পর্কে দলীয় নেতাদের অবহিত করা এবং দলনেতার কাজে সহায়তা করা হুইপের দায়িত্ব।
বিভিন্ন কমিটিতে প্রতিনিধিত্বকারী দলীয় সদস্যদের নামের তালিকা প্রস্তুত করাও হুইপদের কাজের অন্তর্ভুক্ত। সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ এবং অন্য হুইপদের পারস্পরিক সমঝোতা ও সুসম্পর্ক সংসদের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করে। কোনো বিষয়ে সমস্যা ও বিতর্ক দেখা দিলে চিফ হুইপরা তা নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।
See lessCop 27 কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
Cop- এর পূর্ণরূপ Conference of the Parties। এটি জাতিসংঘের জলবায়ুবিষয়ক একটি সম্মেলন। ৬-১৮ নভেম্বর ২০২২ মিসরের অবকাশ যাপন কেন্দ্র শার্ম আল শেখে Cop 27 অনুষ্ঠিত হয়।
Cop- এর পূর্ণরূপ Conference of the Parties। এটি জাতিসংঘের জলবায়ুবিষয়ক একটি সম্মেলন। ৬-১৮ নভেম্বর ২০২২ মিসরের অবকাশ যাপন কেন্দ্র শার্ম আল শেখে Cop 27 অনুষ্ঠিত হয়।
See lessবাংলা ফন্টের উদ্ভাবক কে? আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়?
বাংলা ফন্টের উদ্ভাবক মোস্তাফা জব্বার। আধুনিক কম্পিউটারের জনক কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ।
বাংলা ফন্টের উদ্ভাবক মোস্তাফা জব্বার। আধুনিক কম্পিউটারের জনক কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ।
See lessকম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে? URL এর পূর্ণরূপ লিখুন।
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে ROM (Read Only Memory ) । URL—এর পূর্ণরূপ Uniform Resource Locator |
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে ROM (Read Only Memory ) । URL—এর পূর্ণরূপ Uniform Resource Locator |
See less